আব্দুল বাছিত খান:
কুয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত কুলাউড়া উপজেলার কেওলাকান্দি গ্রামের মো: সালাহ উদ্দিন চৌধুরীর স্বরনে বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২৫ নভেম্বর সকাল ১১টায় সংস্থার কার্যালয়ে বন্ধন প্রবাসী সংস্থার ত্রাণ দুর্যোগ বিষয়ক সম্পাদক মো: মতিউর রহমান এর সভাপতিত্বে দপ্তর সম্পাদক
মাওলানা সালাহ উদ্দিন খান এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জনাব মো: রুশন বখস, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মুন্সিবাজার ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মনিকা রায়, বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার
আইন বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস রেদওয়ান,আরব আমিরাতের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক উমর ফারুক,প্রচার সম্পাদক ইকরাম আহমদ, ধর্মবিষয়ক সম্পাদক আমির উদ্দিন, সাংবাদিক আব্দুল বাছিত খান,বিশিষ্ট ব্যবসায়ী লিপন আহমদ, সামছুদ্দিন রানা প্রমুখ।
এছাড়াও উপস্তিত ছিলেন সৈয়দ শফিকুর রহমান মসুদ,মো: সাইফুল্লাহ, জুলফা আক্তার,শরিফা আক্তার প্রমুখ। অনুষ্টান শেষে নিহত সালাহ উদ্দিনের পরিবারে হাতে সংস্থার পক্ষ থেকে নগদ
৩০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, গত (৩০ অক্টোবর)সোমবার আনুমানিক রাত ৮টায় কুয়েতের ওয়াফরা এলাকায় ৫০০ নম্বর রোডে সাইকেল চালানোর সময় গাড়ীর চাপায় তার মৃত্যু হয়। নিহত মোহাম্মদ সালাউদ্দিন (৩৬) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার খেওলাকান্দী গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।