নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জনদলের (বিজেডি) প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোটের ছয় দলের অন্যতম বিজেডি। বুধবার দুপুরে ইসলামিক জোটের একক প্রার্থী হিসেবে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে হিরো আলমের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁর ব্যক্তিগত সহকারী সুজন রহমান (শুভ)। বগুড়া জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান হিরো আলমের মনোনয়নপত্র সংগ্রহ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
লিবারেল ইসলামিক জোটের ছয় দলের মধ্যে বিএসপি ছাড়া অন্য কোনো দলের নিবন্ধন নেই। গত ১০ আগস্ট নির্বাচন কমিশনের নিবন্ধন পায় বিএসপি। সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারি বিএসপির প্রতিষ্ঠাতা। দলটির নির্বাচনী প্রতীক একতারা।
এ ব্যাপারে জানতে চাইলে লিবারেল ইসলামিক জোটের নেতা ও বিএসপির দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া প্রথম আলোকে বলেন, ‘হিরো আলম বিএসপির প্রার্থী নয়। আমাদের যে জোট হয়েছে, সেই জোটের বাংলাদেশ জনদলের (বিজেডি) প্রার্থী তিনি। বিজেডি বলেছে, হিরো আলমকে নমিনেশন (মনোনয়ন) দিতে হবে। তাঁকে মনোনয়ন না দিলে তারা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেবে। এ কারণে জোট থেকে হিরো আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে।