নিজস্ব প্রতিবেদকঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাহিয়া মাহি স্বতন্ত্র প্রার্থী হিসেবে পেয়েছেন ৯ হাজার ৮ ভোট।
প্রচারণায় সরব থেকেও অভিনেত্রী মাহিয়া মাহি ভোটের লড়াইয়ে হেরে গেছেন। রাজশাহী জেলা রিটার্নিং অফিসারের বরাতে জানা যায়, রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মাহি পেয়েছেন মাত্র ৯০০৯ ভোট!ওই আসন থেকে সর্বোচ্চ ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরী। তার নিকটতম আরেক স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট!
রবিবার রাজশাহী-১ আসনে ১৫৮টি কেন্দ্রে সকাল আটটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ওই আসনে এবার প্রার্থী ছিলেন ১১ জন এবং মোট ভোটার ছিল ৪ লাখ ৪০ হাজার ২১৮ জন।
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি আগেই বলেছিলেন, ‘ফলাফল যা হওয়ার হবে, আমি হারি আর জিতি ভোটের পরদিন পুরো এলাকায় একটা শোডাউন দেবো। হেরে গেলেও সবাইকে জানান দেবো, আমি তাদের সঙ্গে আছি।’