অগ্রযাত্রা সংবাদ ঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের আজ শপথ নেওয়ার পর কারা কারা নতুন মন্ত্রী সভায় স্থান পাচ্ছেন এ নিয়ে নানা গুঞ্জন আছে রাজনৈতিক মহলে।
এবারের মন্ত্রী সভায় মৌলভীবাজার জেলায় নতুন মন্ত্রী সভায় মৌলভীবাজার -৪ আসনের টানা সাতবারের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ স্থান পাচ্ছেন বলে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
অভিজ্ঞ এ পার্লামেন্টারিয়ান কে সংসদের ডেপুটি স্পিকার পদে আসীন করারও জোর সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য ২০০৯ সালে সরকার গঠন করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। তখন পূর্ণ মন্ত্রীর মর্যাদায় জাতীয় সংসদের চিফ হুইপ মনোনীত হন মৌলভীবাজার-৪ আসনের এমপি উপাধ্যক্ষ আব্দুস শহীদ।