মৌলভীবাজার প্রতিনিধি :: দুর্গা পূজার আগে নতুন বাস্তবায়িত মজুরি ও বোনাস পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে টানা ৪র্থ দিনেও কর্মবিরতি পালন করেছে চা শ্রমিকরা।শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চাবাগানসহ কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা বাগানে এই কর্মবিরতি পালন করেন তারা। এসময় উপজেলার বিভিন্ন চা বাগানের কাজ বন্ধ রেখে শ্রমিকরা তাদের দাবি তুলে ধরে আন্দোলন করেন।
এদিকে চা শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে অনলাইনে ভার্চুয়াল সভার প্রস্তাব দিয়েছে মালিক-পক্ষ। আগামী সোমবার অনলাইনের মাধ্যমে চা বাগান কর্তৃপক্ষের সাথে মালিক পক্ষের ভার্চুয়াল সভা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু দলই ভ্যালি সভাপতি বাবু ধনা বাউরী।
শনিবার সকালে মিরতিংগা চা বাগানে গিয়ে দেখা যায়, চা বাগানের শ্রমিকরা সকাল ৯টা থেকে বাগানের কাজে না গিয়ে একত্রিত হয়ে কর্মবিরতি পালন করছেন। মিরতিংগা চাবাগানের ফ্যাক্টরির সামনের সড়ক অবরোধ করে প্রায় ২ ঘণ্টা কর্মবিরতি চলাকালে শ্রমিকরা তাদের বিভিন্ন ন্যায্য দাবীগুলো তুলে ধরে শ্লোগান ও বক্তব্য দেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু দলই ভ্যালি সভাপতি বাবু ধনা বাউরী বলেন, আমাদের আন্দোলন চলছে। কিন্তু মালিক পক্ষ আমাদের দাবিগুলো মেনে নিচ্ছেন না। আমরা গত চার দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছি। আজ সেটার পঞ্চম দিন। মালিক পক্ষ থেকে আগামী সোমবার অনলাইনে ভার্চুয়াল সভার প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা সেই ভার্চুয়াল সভায় অংশ নিবো। সোমবার যদি দাবি না মানা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের সব চা বাগান একসাথে কর্মবিরতি করা হবে।