মৌলভীবাজার প্রতিনিধি : বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সদস্য চ্যানেল এস এর হেড অফ নিউজ সাংবাদিক জনাব খালেদ চৌধুরী ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এবং জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকা ও জাতীয় দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক এড. জনাব শাহ মোহাম্মদ রাজুল আলী প্রবাস গমন উপলক্ষে ১লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন মৌলভীবাজার জেলা শাখা আয়োজনে মৌলভীবাজার শাহ মোস্তফা বিরানি ও চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক এডভোকেট স্বপন কুমার দেব এর সভাপতিত্বে ও জাতীয় দৈনিক গণমুক্তি পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠনের সহ সভাপতি জোসেফ আলী চৌধুরী, এবি এল অয়েল প্রেয়ার এর সভাপতি তৌহিদুল ইসলাম সহ উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সংগঠন থেকে আগত নেতা কর্মী, প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক, সংগঠক ও সমাজ কর্মী, মানবাধিকার কর্মী।