মৌলভীবাজার প্রতিনিধি ঃ
মৌলভীবাজারে জনী হায়দার (৩৫) নামের এক মোটরসাইকেল চালক দুর্ঘটনায় নিহত হয়েছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে মৌলভীবাজার শহরের ওয়াপদা সড়কে এই ঘটনাটি ঘটে।
জনী হায়দার মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা। জানা যায় দুপুরে মোটরসাইকেল চালিয়ে জনী শহরের কোর্ট এলাকায় আসার পথে ওয়াপদা সড়কের সোনা ভবননের সম্মুখে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।