অগ্রযাত্রা সংবাদ ঃ
পিঠা বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। তবে নগরায়নের প্রভাবে আজ তা অনেকটাই বিলুপ্তির পথে। হাজার বছর আগ থেকেই কৃষকের ঘরে হেমন্তের ফসল উঠলে তৈরি হত পিঠা। এই ধারাবাহিকতা চলতো শীতকাল পর্যন্ত। একসময় বাঙ্গালীর যে কোন উৎসব আনন্দে মিশে থাকতো রকমারি পিঠা। যান্ত্রিক জীবনে যা আজ অনেকটাই হারাতে বসেছে। নগর সংস্কৃতির প্রভাবে হারিয়ে যাওয়া পিঠা নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে প্রতিষ্টিত হাজ্বী ছাদ উল্লাহ দাখিল মাদ্রাসায় পিঠা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি সকালে আনুষ্টানিক ভাবে ১০টি ষ্টলের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্টান ও আলোচনা সভা অত্র মাদ্রাসা সুপার আরিফ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন মাদ্রাসার সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মো: দেলোয়ার হোসেন বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মাদ্রাসার প্রধান উপদেষ্টা মোঃ সাহেদউল ইসলাম সুমন, মাদ্রাসার সহ-সভাপতি আব্দুর রহিম,হাজ্বী বারিক মিয়া, সাংবাদিক আব্দুল বাছিত খান,এডভোকেট বিল্লাল হোসেন, মো: সাইফুল ইসলাম প্রমুখ। মাদ্রাসা মাঠে আয়োজিত পিঠার স্টলগুলো নানা সাজে সজ্জিত হয়ে উঠে। পোস্টার, প্ল্যাকার্ড আর ফেস্টুনে ছেয়ে যায় মাদ্রাসা প্রাঙ্গণ । শিক্ষার্থীদের ব্যাপক আনন্দ ও উৎসাহে উৎসব স্থল কোলাহল মুখর হয়ে ওঠে। সন্ধ্যা পর্যন্ত পিঠা উৎসব ও বিজ্ঞান মেলা চলে।