মৌলভীবাজার প্রতিনিধিঃ
সিপিএ কামালপুর আয়োজিত সিপিএ কামালপুর T20 ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৪ এর ফাইনাল ১০ ফেব্রুয়ারি স্থানীয় খালিশপুর খেলার মাঠে অনুস্টিত হয়। উক্ত ফাইনাল খেলায় থ্রী স্টার স্পোটিং ক্লাব ৮ উইকেটে ব্রাইট স্টার ক্লাব কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুস্টানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আপ্পান আলী বিষেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিশিস্ট সমাজ সেবক শিক্ষানুরাগী সালিশ ব্যক্তিত্ব খালিশপুর বড় বাড়ীর আবুল হোসেন রুকন।
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মোঃ আঃ রহমান তালেব।
মোঃ জোসেপ আলী চৌধুরী সহ সভাপতি সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব। এছাড়া এসময় আর উপস্থিত ছিলেন সমাজ সেবক
মোঃ হুমায়ুন কবীর মোঃ মসাহিদ আহমদ সহ সভাপতি কামালপুর ইউপি আওয়ামীলীগ,
মোঃ ইউসুফ আলী সাধারণ সম্পাদক কামালপুর ইউপি আওয়ামীলীগ
মোঃ মুহিবুর রহমান সভাপতি ইনসাফ সমাজ কল্যাণ সংস্থা, সৌদ আল সুপিয়ান (সাগর) যুগ্ম সাধারণ সম্পাদক সিপিএ
মোঃ মিলন হোসেন মাস্টার আজমনি বহুমুখী স্কুল এন্ড কলেজ।
মোঃ তফজ্জুল হোসেন ইউপি সদস্য
মোঃ সামছুল ইসলাম ইউপি সদস্য মোঃ মাসুম আহমদ সাবেক সিপিএ মোঃ জাকির হোসেন সাবেক সিপিএ
মোঃআব্দুল আহাদ সহ সভাপতি সিপিএ কামালপুর
মিনার হোসেন সহ সভাপতি সিপিএ কামাল পুর
পরিচালনা করেন হাবিবুর রহমান সাধারর্ণ সম্পাদক সিপিএ কামালপুর
সভাপত্বিত করেন মাহবুব ইজদানী ইমরান সভাপতি সিপিএ কামালপুর॥