অগ্রযাত্রা সংবাদ :
বন্ধন সামাজিক সংগঠনের এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২এপ্রিল মঙ্গলবার শমসেরনগর ভাই ভাই রেস্টুরেন্টের হল রুমে বন্ধন সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ শাকিলের সংঞ্চালনায় ও সংগঠনের প্রধান পৃষ্টপোষক মোঃ জুয়েল আহমেদর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৩নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বন্ধন সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা নাহিদ আহমেদ তরফদার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ইমানুজ্জামান লেছু, শাহিন আলম লিলু, ইউ,পি সদস্য জহুর আলী, -বাদেসুনাপুর জামে মসজিদ এর খতিব হুসাম উদ্দিন মাসুদ,বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মালেক, ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বন্ধন সামাজিক সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী সোহেল। বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি সায়েদ আহমেদ, এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সদস্য নজরুল ইসলাম, সংগঠনের সহ সভাপতি সোহেল আহমেদ সাদ্দাম, রিপন দাশ,স্বপন আহমেদ , সাংগঠনিক সম্পাদক রুমেন আহমেদ রাজু, কোষাধ্যক্ষ সাগর দাশ, সহ সাধারণ সম্পাদক সেবুল, ইরাজ, সামুয়েল আহমেদ, সায়েম, পাবেল, সোহেল আহমেদ লেইছ, সাজেল, উৎস, সজিব,অজয়,বাবলু, দিপ্ত,পলাশ,মুজেদ, ইমাদ,সায়াদ, শাওন,শিমুল, জসিম,হুসাইন, সিমুল,লাবলু, রিয়াজ, উজ্জ্বল, নয়ন,সামি সহ শতাধিক মানুষ ইফতার করেন।