(লিখেছেন
শেখ শাহ্ জামাল আহমদ)
তেলাপোকা নয় সে বোকা
উড়ে এসে দেয় সে ধোকা।
খাবার তোমার করবে গোটা
নোংরা পায়ে ছাটা পোঁটা!
উড়ে পড়বে এসে গায়ে
উঠবে শরীর শিরশিরিয়ে।
ধরতে গেলে উড়াল পাখি
উড়ে গেছে বলে রাখি।
আবার করে খাবার নষ্ট
ঢেকে রাখলে হবে ভ্রষ্ট।
মারবে কেন যাক না উড়ে
বাঁচতে দেবো অন্য ঘরে।
স্বরবর্ণের কদর করে,
ব্যঞ্জনবর্ণ যায় কি মরে?