নিজস্ব প্রতিবেদক:
মধ্যরাতে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন সিলেটের জকিগঞ্জের তিন যুবক। বেপরোয়া গতির কারণে অপর মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন তিনজনই।
শুক্রবার মধ্যরাতে জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় মাদারখাল গ্রামের যুবক আদিল হোসাইন ও জাকারিয়া আহমদ ঘটনাস্থলে মারা যান। আর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে মারা যান মিলন আহমেদ।
পুলিশ জানায়- রাতে ওই তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলো। এর মধ্যে শাহবাগে আসা মাত্র বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটলে এ ঘটনা ঘটে। জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ জানিয়েছেন- লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।