মৌলভীবাজার প্রতিনিধি :: রবিবার ১৮ই অক্টোবর দুপুর ২টায় দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে দ্রুত ন্যায়পাল গঠন করণ,কাশিমপুর পাম্প হাউজে ৪১ কোটি টাকার মেশিন কেনার দুর্ণীতি, দুর্নীতিবাজদের শাস্তি মৃত্যুদন্ডের বিধান, দ্রব্যমূল্যে লাগামহীন ঊর্ধ্বগতি, ফৌজদারী অপরাধ মামলার তদন্তভার ও বিচারকার্য পরিচালনার দায়িত্ব মহামান্য সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রনে দিতে চলমান প্রেক্ষাপট নিয়ে মৌলভীবাজার চৌমোহনা চত্বরে এক পথসভা অনুষ্টিত হয়েছে।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা কমিঠির সভাপতি এডভোকেট মোঃ মাহবুবুল আলম শামীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক
সাংবাদিক মশাহিদ আহমদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি জ্যোতিময় চক্রবর্তী, মোঃ মাহমুদুর রহমান(১), জব্বার তালুকদার, সৈয়দ ফয়েজ আলী, বারিছ মিয়া, মির্জা মোঃ জামান, সহ-সাধারণ সম্পাদক মঈনুল হক, সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, অর্থ সম্পাদক আব্দুল বাছিত খান, সিনিয়র সদস্য মবশ্বির আলী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ জাফর ইকবাল, সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক স্বপন দেব, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম জেলা কমিঠির সভাপতি সৈয়দ ময়নুল ইসলাম রবিন, সহ-সভাপতি নয়ন দেব, সাধারণ সম্পাদক এমএ সামাদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ছাত্র ফোরাম জেলা কমিঠির সাধারণ সম্পাদক সিরাজুল হাসান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সাংবাদিক এ.কে অলক, রুবেল রানা চৌধুরী, বদরুল হাসান জোসেফ, বদরুল আলম চৌধুরী, মুকিত ইমরাজ. দোলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, আব্দুল মুহিত, পাপ্পু আহমদ ও রাহাত আহমদ শিপন। সভায় বক্তারা বলেন- মৌলভীবাজার কাশিমপুর পাম্প হাউসের ৪১ কোটি টাকা মেশিন কেনার অনিয়মসহ সকল দুর্ণীতিবাজদের বিচার করতে হবে। অবৈধ ও লুটপাটের মাধ্যমে যারা সম্পদশালী হন তারাই ধর্ষণ, সন্ত্রাস, মাদকসহ সকল অপরাধমূলক কাজের পৃষ্ঠপোষকতা করে। সৎ মানুষরা এই সমস্ত অপরাধ কর্মকান্ডে লিপ্ত হওয়ার নজির খুবই কম।বক্তারা বলেন, সময়ের দাবী এখন দুর্নীতিবাজদের বিরুদ্ধে মৃত্যুদন্ড আইন পাস করাতে গণআন্দোলন গড়ে তোলা। সচেতন জনগণ মনে করে ১/১১ প্রণিত শক্তিশালী দুদক ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি রোধে ন্যায়পাল চালু, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিষয়-সম্পত্তির হিসাব দাখিলের বিধান বাধ্যতামূলক করলে দেশে ধর্ষণ, বিচার বর্হিভূত হত্যাকান্ড, সন্ত্রাস, মাদক সহ সকল বিশৃঙ্খলা অনেকাংশে লাঘব হবে। দুর্নীতিবাজদের মৃত্যুদন্ড শাস্তি দিলে ধর্ষণ সহ সামাজিক অপরাধ কমবে।
নেতৃবৃন্দরা আরো বলেন, পুলিশ কর্মকর্তা ও দেশের সকল থানার অফিসার ইনচার্জদের বিষয় সম্পত্তির হিসাব সরকারের নিকট দাখিল করার জন্য দাবী জানান। পিয়াজ, আলু, সবজি, চাউল সহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ আজ দিশহারা। সরকার, বুদ্ধিজীবী, তথাকথিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র নেতৃবৃন্দরা নীরব কেন? দেশবাসী তা জানতে চায়। অবিলম্বে লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করার জন্য সভায় জোর দাবী জানানো হয়।