বিশ টাকার বেনসন
বাবুর কমায় টেনশন।
বিশ টাকার দান
পরকালের মান।
বিশ টাকার পান
গালে ভরে খান।
বিশ টাকায় নানা
বিয়ে কারো হবে না।
বিশ টাকার চাল
দুঃখীর পেটে মাল।
বিশ টাকার ডাল
গরীবের মহাকাল।
বিশ টাকার ঝাঁল
খোকা দেয় পাল।
বিশ টাকা ফিতরা
কেন তুমি বিতরা?
বিশ টাকার আম
পাবে কিগো স্যাম?
বিশ টাকার মালা
ভালো বাসার পালা।
বিশ টাকার ফুল
ভালোবাসার মূল।
বিশ টাকার জ্বালা
বুঝেন গরীব খালা।
বিশ টাকার লিল্লাহ
মোল্লা মিলে চিল্লা।
বিশ টাকার হিসাব
করে না-ও ভাই সাব।
কবিতার নাম:- বিশ টাকা
লিখেছেন,শেখ শাহ্ জামাল আহমদ,মৌলভীবাজার।