(মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে সমুজ মিয়া (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে।
সোববার (৬ মে) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সমুজ মিয়া একই গ্রামের ছনোয়ার মিয়ার ছেলে। জানা যায়া, সমুজ মিয়া বাড়ির পাশে দুপুরে মাছ ধরতে গিয়েছিল তখন হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, সমুজ মিয়া বাড়ির পাশে মাছ ধরতে গিয়েছিলেন এসময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।