এতটুকু উত্তর দিও আমাকে
আমার চারপাশে নিসর্গ সাজানো থরো থরো
নদী ও সবুজ দুই কূল, বৃক্ষ আছে পাখির কূজনে
শুধু তুমি নেই --- তাই একা একা মনে হয়
শূন্যতা যেন গিলে খায় আমার অষ্টপ্রহর।
কাঁদাও কেন আমাকে ! কেন দূরে দূরে থাকো ?
নিশি রাতের মতোই শুরু শিশির ঝরে আমার চোখে
টুপটাপ শব্দ হয় -- সে কী তুমি শুনতে পাও না ?
আমার হৃদয় যে আর্তনাদে আকাশ ফাটায়
গ্রীষ্মের দাবদাহে পুড়ি অহর্নিশ
সেই হৃদয় পোড়া গন্ধ কী তুমি পাও না ?
এইযে প্রণয়ের গীতি এইযে প্রীতি
সবই কী ছলনা ছিলো তোমার !
অন্তত এতটুকু উত্তর দিও আমাকে ---
ভাববো, এতটুকুই আমার প্রাপ্তির পাহাড়।
লিখেছেন মো:বদরুল ইসলাম
০৫/০৫/২৪
মুন্সীবাজার
কমলগঞ্জ
মৌলভীবাজার।