নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার জেলার বড়লেখা, জুড়ী ও কুলাউড়ায় আজ বুধবার (৮ মে) ষষ্ঠ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে জেলার ৩ উপজেলার ২১৬ কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়েছে।
এর আগে দুর্গম এলাকা বিবেচনায় ভোটের আগের দিন জুড়ীতে ৭টি কেন্দ্র, বড়লেখায় ৪টি কেন্দ্র এবং কুলাউড়ায় ৩৭টি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়।
তিনটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান মিলে মোট প্রার্থী ৩৬ জন। এরমধ্যে কুলাউড়ায় ১১ জন, বড়লেখায় ৯ জন এবং জুড়ীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনটি উপজেলার ২১৬টি কেন্দ্রের মধ্যে কুলাউড়া ১০৩ টি, জুড়ীতে ৪৪ টি এবং বড়লেখায় ৬৯ টি কেন্দ্রে রয়েছে।