অগ্রযাত্রা সংবাদ:
দরিদ্র দিনমজুর সোনাই মিয়া (৬২) দীর্ঘদিন ধরে ষ্ট্রোক করে বিছানায় পরে আছেন তার কোমর থেকে দুটি পা অচল ঠিকমত কথা বলতেও পারেন না। বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ড হরিশ্বরন গ্রামে। উন্নত চিকিৎসার জন্য তার আর্থিক সাহায্যের প্রয়োজান। স্বল্প আয় ও ধারদেনা করে এতদিন কোনোভাবে চিকিৎসার খরচ মিটিয়েছেন। এখন তিনি অসহায় হয়ে পড়েছেন। আর চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। ডাক্তার জানিয়েছেন, উন্নত চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন। আপনাদের সহযোগিতায় রোগীটি ফিরে পেতে পারেন একটি সুন্দর সুখের জীবন। মানবিক দিক বিবেচনা করে আপনারা আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসুন তার পাশে। সাহায্য পাঠানোর ঠিকানা- মো. সোনাই মিয়া, বিকাশ নং-01734692389।। সংবাদ বিজ্ঞপ্তি।