নিজস্ব প্রতিবেদকঃ
মৌলভীবাজারে ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ৩০ মে বিকেল ৩টায় মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি পৌর কাউন্সিলর এডভোকেট পার্থ সারথী পাল, জেলা কৃষি কর্মকর্তা নাগিব মাহফুজ, পিআইও আজাদ রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর জাহানারা বেগম, সাবেক মহিলা কমিশনার দিলারা রহমান, নাজমা বেগম।
এসময় নজরুল বকস, জমসেদ আহমেদ, নিতিশ দাশ, হিমাদ্রি ভট্টাচার্য, শহিদ মিয়া, সঞ্জিত দাশ, মোঃ জাকারিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত দূর্গত ৩শ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।