সূর্য যেন আগুন ছড়ায়
রোহিনী নক্ষত্রে গিয়ে,
মৃগশিরা নক্ষত্রে প্রবেশ
উষ্ণতা অনেক দিয়ে!
ক্ষমা করে প্রভু মোদের
শীতল করো ভূমি,
দয়া করতে পারবে না কেউ
পারো শুধু তুমি।
নওতাপে জ্বালিয়ে পুড়িয়ে
কি লাভ হবে বলো?
চাইলে তুমি করতে পারো
আন্ধার জীবন আলো।
নাসার এমন সর্বনাশা কথায়
কেউ দিও না মন,
রাখবে আল্লাহ মারবে না তো
সেই আপে নিরঞ্জন।
লিখেছেন শেখ শাহ্ জামাল আহমদ
মৌলভীবাজার।।