আমি বেজি ভীষণ তেজী সর্প মে*রে খাই
এই উপকার করি তবুও আমার কদর নাই।
ভয় করিনা সর্পকুলের বিষের ফনা দেখে
সামনে পেলে লড়াই করি জীবন বাজি রেখে।
বিষধর সাপ ধ্বংস করা এইতো আমার কাজ
হ*ত্যা ক*রি খুবরা দাঁড়াস লাউ ডগা দুধরাজ।
এই যে এত শক্তিশালী রাসেলস ভাইপার
আমার চোখে পড়ে গেলে শেষ তার কারবার।
আমায় একটু অভয় দিয়ে কাটিয়ে দিলে ভয়
রাসেলস ভাইপার মুক্ত করে ছাড়বো লোকালয়।
মানুষরা আর আমায় যদি না করে উৎপাত
রাসেলস ভাইপার এ দেশ থেকে করবই উৎখাত।
বেজির উপকারিতা
লিখেছেন, ফেরদৌস আহমেদ।