নিজস্ব প্রতিবেদক:
রবিবার ২৩ জুন বেলা ১ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামির উদ্যোগে পতনঊষার ইউনিয়নের গোপিনগর গ্রাম ও তার আশপাশের গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র এলাকার প্রাক্তন মেম্বার আব্দুল হান্নান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির উপজেলা আমির অধ্যক্ষ মোহাম্মদ মাসুক মিয়া, উপজেলা নায়েবে আমির সৈয়দ আমিরুল ইসলাম,উপজেলা সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলাম,শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আতাউর রহমান খান, রহিমপুর ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।