শ্বশুর কে,
মোটরসাইকেল উপহার
দিলেন মেয়ের জামাই,
মেয়েটি,
অতি যত্নের ছিল যে তাঁর
সারা জীবনের কামাই।
অল্প খরচে বিয়ের গল্প
শেষ করতে চাই,
এতেই কিন্তু রহমত বেশি
আমরা সবে পাই।
যৌতুক প্রথাএমনি করে
নিপাত হয়ে যাক,
ঘরে ঘরে সুখের আশায়
খরচটা কম থাক।
পণ প্রথা চালু হলে
মরবে আবার ধুঁকে
উপহার শুনতে চাই না
আর কারো মুখে।
শেখ শাহ্ জামাল আহমদের লিখা কবিতা "যৌতুক ও পণ প্রথা"