মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার শ্যামেরকোনা গ্রামের পুলিশ সদস্য অনিক করের বাড়িতে ৪ টি গরু চুরি হয়েছে। এর মধ্যে একটি গাভী গরু মৃত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায় চুরচক্র।
বুধবার (১০ জুলাই ) দিবাগত রাতে পুলিশ সদস্যের বাবা মৌলভীবাজার উপজেলার ৭ নং চাঁদনীঘাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শ্যামেরকোনা গ্রামের বাসিন্দা অরুন কর ভোর ৫ টার দিকে উঠে দেখেন ঘরের তালা ভাঙা । পরে ভেতরে ঢুকে দেখেন ৪ টি গরু চুরি হয়ে গেছে। এর মধ্যে ৩ টি গাভী গরুর রং মাকরা ও একটি ডেকা গরুর রং সাদা কালো ।
স্থানীয় একজন সদস্য জানান, বেশিরভাগ সময়ই ঘরে তালা ভেঙ্গে গরু চুরি হয়ে থাকে । আমরা চুরির খবর শোনে সবাই খুজতে তাকলে একটি গাভী গরু মৃত অবস্থায় রাস্তার পাশে দেখতে পাই । বাকি ৩ টি গরু চুর নিয়ে যায় ।
মৌলভীবাজার থানার তদন্ত অফিসার এস আই নাজমুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা নিশ্চিত করেন এবং বলেন আমরা দ্রুত চোরদের ধরার চেষ্টা করবো ।