আব্দুল বাছিত খানঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা কর্মসুচি পালন করে। বৃহস্পতিবার (৭ আগষ্ট) সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলার শমশেরনগর বাজার, আদমপুর বাজার, নৈনারপার বাজারসহ কয়েকটি হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা, রাস্তা ঘাটের ময়লা আবর্জনা পরিষ্কার করে ও লোকজনদেরকে এ বিষয়ে সচেতন হবার পরামর্শ দেন শিক্ষার্থীরা। এ সময় আদমপুরের স্থানীয় সমন্বয়ক হাবিবুর রহমান, রিয়াদ আহমেদ টিটু, ইবনে সিনহা ফাইল, মুস্তাকিম মিয়া, রোজিনা, সাফিয়া ইসলাম হেপি, মনিকা মনিসহ অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পুরো সপ্তাহ জুড়ে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কর্মসুচি চলবে বলে জানান তারা।