বিশেষ প্রতিনিধি ঃ
দৈনিক ঘোষনা পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি শায়েখ আহমেদর বিরুদ্বে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও নোংরা ভিডিও এডিট করে ব্লেইকমেইল করে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যপারে শায়েখ আহমেদ কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেন। তিনি জানান, ২১/০৮/২০২৪ খ্রিঃ তারিখ রাত্র অনুমান ১০.০০ ঘটিকার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখিতে পান যে, অজ্ঞাতনামা “Arpita Goswami” নামীয় আইডি থেকে ম্যাসেঞ্জারে ম্যাসেজ দেয় এবং এডিট করিয়া অশ্লীল ও মিথ্যা অপবাদ দিয়ে পোষ্ট করিতেছে এবং তার পরিচিত এবং বন্ধুদের ফেসবুকে আইডিতে এডিট করা অশ্লীল ভিডিও প্রেরণ করিতেছে এবং টাকা পয়সার দেওয়ার কথা বলিতেছে। অজ্ঞাতনামা ব্যাক্তি তার whatsap এর মাধ্যমে +918475945155 নাম্বার হইতে এডিট করা অশ্লীল ভিডিও সেন্ড করে এবং ফেসবুকে পোষ্ট করিবে বলিয়া হুমকি দিয়া থাকে, এবং তার কাছে এগারো হাজার টাকা চাইয়া দুটি বিকাশ নাম্বার দেয় 01873429074-01813824832
Bkash+Nagad parsonal both available
দিয়ে থাকে। তিনি টাকা দিতে না চাইলে অজ্ঞাতনামা ব্যক্তি তার নাম ও ছবি এবং এডিট করা ভিডিও দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অশ্লীল পোষ্টগুলি ফেইসবুকের মাধ্যমে আপলোড করে দিবে বলে হুমকি প্রদান করে। বর্তমানে তিনি চরম নিরাপতত্তাহীনতায় ভূগছেন বলে জানান।
শায়েখ আহমেদ আরো জানান যে বিগত কিছুদিন পুর্বে স্থানীয় কিছু বখাটে পোলাপান তাকে অশ্লিল ভিডিও ছেড়ে দিয়ে মানহানি করবে বলে হুমকি দিয়েছিল। কমলগঞ্জ থানার জিডি নং-৭১৪ তারিখ ২২ আগস্ট ২০২৪ইং।