(মৌলভীবাজার) প্রতিনিধি::
কমলগঞ্জ প্রেসক্লাব এর আয়োজনে বন্যা কবলিত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ ও বাদে উভাহাটা গ্রামে শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু,সদস্য সচিব আহমেদুজ্জামান আলম সহ সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, সোহেল রানা, সালাহউদ্দিন শুভ, শাহাবুদ্দিন সিহাব,আব্দুল মুমিন, রাজান আবেদীন,জাহেদ ইসলাম, সাইদুল ইসলাম, কাইয়ুম আহমেদ প্রমুখ।
প্রেসক্লাবের আহ্বায়ক জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকতে পেরে আমরা আনন্দবোধ করছি। তিনি বলেন, আমাদের মানবিক এমন কাজগুলো অব্যাহত থাকবে।