মৌলভীবাজার প্রতিনিধি ঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় ৩শত পরিবারের মাঝে ৫ কেজি করে উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন বিস্কুট বিতরণ করছে বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)।
বুধবার (২৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব বিস্কুট বিতরণ করা হয়।
১নং রহিমপুর ইউনিয়ন চেয়ারম্যান মো: ইফতেখার আহমেদ বদরুল এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএনআরএস প্রতিবেশ প্রকল্পের সাইট অফিসার মনিরুজ্জামান চৌধুরী,ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মাহমুদ আলী,জুনেদ আহমদ খান,ধনা বাউরী, সিতাংশু কর্মকার, রাসেল আহমদ সহ অন্যান্য ইউপি সদস্য গন উপস্থিত ছিলেন।