কমলগঞ্জ প্রতিনিধিঃ
কমলগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সপরিবারে কানাডা গমন উপলক্ষে ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও প্রথম শ্রেণির ঠিকাদার সজ্জাদ পারভেজ (মনি) ও মো. মোশারফ হোসেনের মতবিনিময় সভা বুধবার (৪ সেপ্টেম্বর ) রাত ৮ টায় প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে
সভাপতিত্বে ও সদস্য সচিব আহমেদুজ্জামান আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক পানিত রঞ্জন দেবনাথ, অলক দেব, পিন্টু দেবনাথ,আসহাবুজ্জামান শাওন, সালাউদ্দিন শুভ,নির্মল এস পলাশ,মোনায়েম খান এম, এ,মুক্তাদির আহমদ প্রমুখ।
সভায় কানাডা গমন উপলক্ষে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও প্রথম শ্রেণির ঠিকাদার সজ্জাদ পারভেজ (মনি) ও মো. মোশারফ হোসেন বলেন, প্রেসক্লাবের উন্নয়নে তাঁরা অতিতেও প্রেসক্লাবের পাশে ছিলেন, আগামীতেও প্রেসক্লাবের পাশে থাকবেন।