আব্দুল বাছিত খানঃ ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও মন্ত্রী নিতেশ রানে মহানবি হজরত মোহাম্মদকে (সা.) অবমাননা করার প্রতিবাদে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে সর্বস্তরের তাওহিদী জনতার ব্যানারে ২৮ সেপ্টেম্বর শনিবার বাদ মাগরিব বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভা থেকে পুরোহিত রামগিরি মহারাজ ও মন্ত্রী নিতেশ রানের শাস্তি দাবি করেছেন বিক্ষোভকারীরা। তা না হলে তারা ভারতীয় পণ্য বর্জনের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। জামেয়া ইসলামিয়া কওমিয়া দারুল হাদীস মুন্সীবাজার,কমলগঞ্জের প্রিন্সিপাল মাওলানা আব্দুল মতিন এর সভাপতিত্বে ও মাওলানা শামছুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলোত্তর প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মুন্সীবাজার দারুল হাদীস মাদরাসার মুহাদ্দিস মাওলানা ইমাদউদ্দীন হাসান,শ্রীনাথপুর মুহাম্মাদীয়া মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল ওয়াহিদ, জামেয়া হুসাইনিয়া বলরামপুর মাদরাসার মুফতী ও মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান, মুন্সীবাজার দারুল হাদীস মাদরাসার হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফিজ মুশতাক আহমদ,মুন্সীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা জয়নাল আবেদীন,জামেয়া ইসলামিয়া কওমিয়া দারুল হাদীস মুন্সীবাজার এর ভাইস প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান তাফাদার জাকারিয়া,প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন হেফাজতে ইসলাম কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতী শামছুল ইসলাম লিয়াকত। সভাপতি মাওলানা আব্দুল মতিন সাহেবের বক্তব্য ও মুনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা হয়। এছাড়াও শত শত নবী প্রেমিকরা উপস্থিত ছিলেন।