আব্দুল বাছিত খানঃমৌলভীবাজার জেলার কমলগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন-২০২৪ অনু্ষ্টিত হয়। ৩ অক্টোবর বেলা ২ঘটিকা থেকে আছর পর্যন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ আছর ভারতে মহা নবী সা: কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মুফতি শামছুল ইসলাম লিয়াকত এর সভাপতিত্বে মাওলানা হোসাইন আহমদ খালেদ,মাওলান মুসলিমুর রহমান,মাওলানা সাইফুর রহমান এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মুহাম্মদ মুনতাছির আলী,বিশেষ হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা অধ্যক্ষ শামছুদ জামান চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, মাওলানা আহমদ বেলাল,মৌলভীবাজার জেলার সভাপতি শায়খুল হাদীস ফখরুল ইসলাম, সহ সভাপতি, মাওলানা শায়েখ নুরুল মোত্তাকিন জুনাইদ, সাধারণ সম্পাদক, মাওলানা শামছুল ইসলাম তরফদার,উলামা বিষয়ক সম্পাদক, মুফতি হিফজুর রহমান ফুয়াদ,ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান,সাবেক সভাপতি, মাওলানা সিহাব উদ্দীন,সাধারণ সম্পাদক,রাফি উদ্দীন মাবরুর,
কমলগঞ্জ উপজেলা সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া, মাওলানা আব্দুস শহীদ,সহ সাধারণ সম্পাদক, মাওলানা মশহুদুর রহমান,প্রশিক্ষন সম্পাদক মাওলানা আব্দুল হাফিজ,পৌর সভাপতি মাওলানা সদরুল ইসলাম মাসুম,ছাত্র মজলিসের কমলগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক, মাহি আহমদসহ প্রমুখ।
উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু,সদস্য সচিব আহমেদুজ্জামান আলম,সাংবাদিক পিন্টু দেবনাথ,আব্দুল বাছিত খান, সালাহ উদ্দিন শুভ, শায়েখ আহমেদ প্রমুখ।
এ ছাড়াও কমলগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের ৯টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।