মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জনপ্রিয় আলেম মাওলানা ওহিদুজ্জামান আহমদ তালুকদার। সম্প্রতি ফেসবুকে ভুয়া আইডি খুলে উনাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন অজ্ঞাত এক ব্যক্তি। এতে ব্যাপক বিরক্তি প্রকাশ করেছেন তিনি।
মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার সুনামধন্য সাবেক ভাইস প্রিন্সিপাল মরহুম আল্লামা আকমল আলী (রহঃ)-র এর বড় ছেলে মাওঃ ওহিদুজ্জামান আহমদ তালুকদার,গ্রাম ও ডাক, পাচগাও,থানা: রাজনগর, জেলা: মৌলভীবাজার,বর্তমান:ঠিকানা:পশ্চিম বড়হাট,মৌলভীবাজার পৌরসভা,মৌলভীবাজার।
উনার নাম ও ছবি ব্যবহার করে ohduzzaman ahmed নামীয় ফেইসবুকে ফেইক আইডি খোলে
বিভিন্ন পোস্ট ও আজেবাজে কমেন্ট করতেছে এবং বিভ্রান্তি মূলক পোস্ট করে উনার মান সম্মান ক্ষুন্ন করছে অজ্ঞাত ব্যক্তি। এঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানার জিডি নং-১৪৫,তারিখ-০৩/১০/২০২৪ইং।
মাওলানা ওহিদুজ্জামান জানান, আমার নামে ফেইক আইডি বানিয়ে জেলা আল ইসলাহ এর সভাপতি অধ্যক্ষ মুফতি মাওলানা শামছুল ইসলাম ও সাধরণ সম্পাদক হাফিজ এনামুল হককে জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে
যা অত্যান্ত দূঃখের বিষয়। আমি আইনি প্রক্রিয়ার প্রথম ধাপ থানায় জি ডি করেছি এবং দোষীকে চিহ্নিত করার সকল প্রক্রিয়া অব্যাহত রয়েছে।