মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের রাজনগরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সহসভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৌলভীবাজার মডেল থানার একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়ছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজাদ মিয়া চৌধুরী ঈমানী ও সহ-সভাপতি আজিজুর রহমান খান তছকির। শুক্রবার (৪ঠা অক্টোবর) বিকেলে রাজনগর সদর ইউনিয়নের কর্নিগ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মৌলভীবাজার মডেল থানায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর মৌলভীবাজার সদর থানায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। এসব মামলায় জেলার বিভিন্ন থানার পুলিশ আসামীদের আটক করতে তৎপর রয়েছে। শুক্রবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে রাজনগর থানা পুলিশের সহায়তায় মৌলভীবাজার মডেল থানা পুলিশ কর্নিগ্রাম এলাকায় অভিযান চালায়। এসময় আওয়ামী লীগ সভাপতি আজাদ মিয়া চৌধুরী ঈমানী ও সহ-সভাপতি আজিজুর রহমান খাঁন তছকিরকে আটক করা হয়। তাৎক্ষণিক তাদেরকে মৌলভীবাজার মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
রাজনগর থানার ওসি শাহ মোহাম্মদ মোবাশ্বির গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, মডেল থানা পুলিশ সহযোগিতা চাইলে আমরা তাদের সহযোগিতা করি। আসামীদের সদর মডেল থানায় পাঠানো হয়েছে।