প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৬:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ণ
কমলগঞ্জ কালীপ্রসাদ উচ্চবিদ্যালয় পরিদর্শনে মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রেসক্লাব সভাপতি
কমলগঞ্জ প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন্নাহার পারভীন ও প্রেসক্লাব সভাপতি এম.এ.ওয়াহিদ রুলু। এসময় স্কুলে ১হাজার ২শত ৬৬জন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শোমবার দুপুরে বিদ্যালয়ের গ্রন্থাগার, সায়েন্স ল্যাবরেটরি, মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। পরে
ক্লাসরুমে ছাত্র ছাত্রীদের সাথে শিক্ষার মান উন্নয়নের জন্য আলাপ আলোচনা করেন। দক্ষতা বৃদ্ধি করাসহ নানা বিষয়ে পরামর্শ দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রেসক্লাব সভাপতি।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল নান্টু, সহকারী শিক্ষক ফরিদ আহমেদসহ অন্যান্য শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের সভাপতি এমএ ওয়াহিদ রুলু বলেন, স্কুলে এসে জানতে পারলাম ১ হাজার ৫শত ৮১জন ছাত্র ছাত্রী এই স্কুলে পড়াশোনা করছে। তাদের মধ্যে আজ ১হাজার ২শত ৬৬জন শিক্ষার্থীদের উপস্থিতি ও পড়াশোনার মান দেখে খুবই ভালো লাগলো। তিনি আরও বলেন, স্কুলে পিছনে কিছু পতিত জায়গা আছে সেখানে প্রচুর পানি ও ঝোপঝাড় আছে।সেগুলো পরিষ্কার ও মাটি দিয়ে ভরাট করতে হবে।
এই ওয়েবসাইটের কোন লেখা অথবা ভিডিও কপি করা সম্পন্ন বেআইনি