আব্দুল বাছিত খানঃ
জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে। মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই সংবাদ তার নির্বাচনী এলাকা মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) এলাকায় পৌঁছলে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঝড় উঠে। মৌলভীবাজার-৪ আসনের টানা সাতবারের এ সংসদ সদস্যকে গ্রেপ্তারের পর মঙ্গলবার মধ্যরাত থেকে তার নির্বাচনী এলাকায় তার পক্ষে বিপক্ষে কঠোর সমালোচনা হয় স্যোশাল মিডিয়ায়। ৩০ অক্টোবর বুধবার তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
বুধবার বিকাল ৫টায় কমলগঞ্জ উপজেলা সদরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর অনুসারী বিএনপি নেতাকর্মীরা। মিছিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মিছিল শেষে আয়োজিত পথ ভায় বিএনপি নেতারা বলেন, সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ এ এলাকার সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতি করে বিপুল পরিমাণ সম্পদের পাহাড় গড়েছেন। তার নির্দেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি এবং জেল জুলুম সহ পুলিশ দিয়ে দলীয় কর্মসূচি পালন করতে দেয়া হয়নি।
প্রসঙ্গত, বৈষ্যম্যবিরোধী আন্দোলনের পর সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদ এর বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা এবং শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে চারটি মামলা করা হয়।