কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প, খামারবাড়ি, ঢাকা এর অর্থায়নে ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত উপ—পরিচালক ফরহাদ মিয়া, কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়, উপজেলায় কর্মরত সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা—কর্মচারীগন, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও কৃষকবৃন্দ। ৩ দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলায় মোট ১৬টি স্টল স্থাপন করা হয়েছে। এসব দেশি—বিদেশী বিভিন্ন ফলদ, ঔষধি কাঠ ও শৌখিন ও জাতীয় গাছের চারা, ফল—ফুল, শাক—সবজি ও বিভিন্ন কৃষি উপকরণ দিয়ে সজ্জিত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পরে অতিথিবৃন্দ মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন।
আলাপকালে কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায় জানান, মেলায় স্থাপিত স্টল গুলো মেলা চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সেরা স্টলের মালিকগনের মাঝে সনদপত্র ও পুরষ্কার বিতরণ করা হবে।