স্টাফ রিপোর্টার:
সিলেটে ১৯ জুলাই পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম আবু তুরাব হত্যা মামলার আসামি এসএমপির সাবেক অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাওছার দস্তগীরকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) মৌলভীবাজারের শেরপুর থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই সিলেট জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান দস্তগীরের গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পিবিআইয়ের একটি টিম পুলিশের সাবেক কর্মকর্তা সাদেক কাওছার দস্তগীরকে নিয়ে সিলেটের দিকে রওয়ানা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে।
১৯ জুলাই সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত হন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিলেট প্রতিনিধি এটিএম তুবার। এ ঘটনায় তুরাবের ভাই বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় দুটি মামলা করেন। এর আগে এ মামলায় এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করে পিবিআই।