কাকে ভালোবাসবেন -- যে বোঝে না আপনাকে
মন দিয়ে যে বোঝে না আপনার মন
তাকে ভালোবাসাও দশ দায়
যদিওবা তুলে দেন তার হাতে সমগ্র জীবন।
মানুষ তো ভালোবাসারই কাঙাল দুনিয়ায়
খুঁজে ফিরে নির্ভরতার একটি হাত
যে হাতের স্পর্শ পেলেই ধন্য হয় জন্ম
কেটে যায় চোখ বুজে নির্ঘুম সহস্র রাত।
শরীরে ভর করে যে কামনায় রাখে সব
তার তো সমূহ দুর্ভাগ্য আসে কাছে
দুঃখী মন বাঁচে না যেখানে সহমর্মিতায়
নশ্বর শরীর বলো সেখানে কীভাবে বাঁচে ?
সুখ সুখ করেও যে পেলো না সুখের নাগাল
অরণ্যই ভালো ছিল নির্জন বাসে
বৃথাই খোঁজা একান্ত মনের মানুষ
নিরেট পাথর একজন যদি থাকে তার পাশে।
লিখেছেন : মো: বদরুল ইসলাম
০৪/০১/২৫ ইং
মুন্সীবাজার
কমলগঞ্জ
মৌলভীবাজার।