মৌলভীবাজার প্রতিনিধিঃ
কবি মোঃ বদরুল ইসলাম ১৯৭৩ সালের ৩১ জানুয়ারি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন সিদ্দেশ্বরপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মোঃ আরজদ মিয়া ও মাতা মরহুমা আঞ্জুবুন নেছা'র ( রেনু বেগম ) আট সন্তানের মধ্যে তিনি চতুর্থ ও একমাত্র পুত্রসন্তান। দাম্পত্য জীবনে তিনি তিন পুত্র সন্তানের জনক। মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চবিদ্যালয় থেকে তিনি ১৯৯০ সালে এসএসসি, ১৯৯৩ কমলগঞ্জ সরকারী গণ মহাবিদ্যালয় সালে এইচএসসি ও একই প্রতিষ্ঠান থেকে ১৯৯৭ সালে বিএসএস ( পাস ) পরীক্ষায় উত্তীর্ণ হন। পেশাগত জীবনে তিনি একজন ব্যবসায়ী। ব্যবসায়ের ফাঁকে ফাঁকে শখের বশে সাহিত্যচর্চা করেন। সাহিত্যের প্রতি তাঁর অগাধ ভালোবাসার কারণে তিনি অনলাইনভিত্তিক শতাধিক সাহিত্য সংগঠনের সাথে যুক্ত থেকে কাব্যচর্চা চালিয়ে যাচ্ছেন। তাঁর লেখা কবিতায় মূলত প্রেম, প্রকৃতি, মানুষ ও স্বদেশভাবনায় উজ্জীবিত। সাহিত্যিক জীবনে তাঁকে প্রতিনিয়ত উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন সহধর্মিণী জেসমিন আক্তার। কবির লেখা প্রথম কাব্যগ্রন্থ ' ভাবনার তেপান্তর ' প্রকাশিত হয় ২০২০ ইং সালে। দ্বিতীয় কাব্যগ্রন্থ ' বিবর্ণ প্রচ্ছদে মোড়ানো সত্যকথা ' প্রকাশিত হয় ২০২২ ইং সালে,
তৃতীয় কাব্যগ্রন্হ, বিখারিদের বিত্ত বেসাতি২০২৫ সালে প্রকাশিত হয়।