মোঃ আব্দুস সালাম, কমলগঞ্জঃ মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলার সংবাদকর্মীদের সংবাদ লেখার কলা কৌশল বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। শনিবার (১২ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ সাংবাদিক সমিতির আয়োজনে ও সাংবাদিকদের সমন্বয়ে কমলগঞ্জ উপজেলা বিআরডিবি হলরুমে স্হানীয় সাংবাদিকদের সংবাদ লেখার কলা কৌশল বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালা সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি নুরুল মোহাইমিন মিল্টন, ও সঞ্চালনা করেন সাংবাদিক সমিতি কমলগঞ্জ উপজেলা ইউনিট এর সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল রাজ্জাক।
দেশ বরণ্য সাংবাদিক ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার জৈষ্ঠ সম্পাদক তৌহিদুল ইসলাম স্হানীয় সাংবাদিকদের এ প্রশিক্ষণ প্রদান করেন। উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সিরাজ আহমদ, সঞ্জয় দেবরায়, সিতারাম বিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদ্দুজামান আলম, ভোরের ডাক প্রতিনিধি জয়নাল আবেদীন, দৈনিক সমকাল প্রতিনিধি প্রণীত দেবনাথ, দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি সাব্বির এলাহী, দৈনিক যায়য়ায় দিন পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি মারুফ আহমেদ, দৈনিক সংগ্রাম কমলগঞ্জ প্রতিনিধি মোঃ জামসেদ, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি,সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য, মোঃ আব্দুস সালাম, ডেইলি বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান শাওন, দৈনিক দিনকাল প্রতিনিধি মোঃ আহাদ মিয়া, এশিয়ান এইজ এর কমলগঞ্জ প্রতিনিধি মোনায়েম হোসেন, দৈনিক আজকের পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি মাঈনুল ইসলাম, সাংবাদিক ফটিক আহমদ, সাংবাদিক নজরুল ইসলাম সজিব, সাংবাদিক তানভীর আহমেদ সহ প্রমুখ।