নিজস্ব প্রতিনিধিঃ
কবি ও গবেষক এ.কে আজাদ খান এর রহিমা নিখোঁজ উপন্যাস বইয়ের মোড়ক উন্মোচন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মায়াবন সাহিত্য সংসদের সভাপতি কবি ও গবেষক এ.কে আজাদ খানে এর ১১ তম বই রহিমা নিখোঁজ উপন্যাস বইয়ের মোড়ক উন্মোচন হয়।
১৪ জানুয়ারি বিকাল ৪টার সময় রহিমা নিখোঁজ উপন্যাস বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক আফতাব চৌধুরী প্রধান অতিথি ড. কাজী কামাল আহমদ, বিশেষ অতিথি সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর সহ-সভাপতি মোঃজোসেপ আলী চৌঃ কবি সাহিত্যক এম মোবিন ,কবি ছয়ফুল আলম পারুল,হিউম্যান রাইটস ওয়াচ এর সভাপতি দেলওয়ার হোসেন খান, কবি কামল আহমদ,কবি সাজন আহমদ সাজু সহ অনেক কলাকৌশলী লেখক সাংবাদিক সহ বই মেলায় আগত সম্মানিত লোকজন উপস্থিত ছিলেন।