কমলগঞ্জ প্রতিনিধি:
ভারতের ত্রিপুরা জেলার লক্ষীপুর নিবাসী ওলিয়ে কামিল সুফি সাধক, মরমী কবি, হযরত মাওলানা শাহ্ ইয়াছিন (রহঃ) এর ৮৭তম মৃতুবার্ষিকী উদযাপন উপলক্ষে ১২ মাঘ ২৬জানুয়ারি রোজ রোববার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশন সংলগ্ন রামপাশা গ্রামে তাঁরই একমাত্র খলিফা ওলীয়ে কামিল হযরত শাহ্ আজম (রহঃ) এর মাজার শরীফে এক পবিত্র দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত ওলীয়ে কামিলের মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে-পবিত্র কুরআন খতম, খতমে খাজেগান, জিকির-আজকার, মিলাদ-মাহফিল, ওলীয়ে কামিলের জীবনী আলোচনা, শেষ মোনাজাত, তবারুক বিতরণ। মাজার কমিটি মোতাওয়াল্লী মোঃ নাজমুর রহমান (শাহীন) ওলীয়ে কামিলের মৃত্যুবার্ষিকীতে শরিক হওয়ার জন্য তাঁর আশিকান ও ভক্তবৃন্দসহ সকলকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে দাওয়াত প্রদান করেছেন।