কমলগঞ্জ প্রতিনিধি : মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’-এই শ্লোগানকে ধারণ করে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদর থেকে আদমপুর সাড়ে আট কিলোমিটার পাকা সড়ক রক্ষণাবেক্ষণ কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা এলাকায়বু ধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়িত এ কাজের উদ্বোধন করেন মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার। এ সময় উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম সহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, চলতি ২০২০-২১ অর্থবছরে সারাদেশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ সড়কে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে কমলগঞ্জ-আদমপুর সড়কের সাড়ে ৮ কিলোমিটার সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে।