কমলগঞ্জ, মৌলভীবাজার প্রতিনিধি ঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৪নং শমশেরনগর ইউনিয়ন বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামীয়ার সাবেক সহ-সভাপতি মো: মিজানুর রহমান আলেককে জড়িয়ে ফেসবুকে অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি । এর প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এই অপপ্রচার ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও নৈতিকতাবিরোধী। এটি দৃষ্টিগোচর হওয়ার পর তিনি হতবাক ও বিস্মিত হয়েছেন। মিজানুর রহমান আলেক বলেন, আমার ভাল কাজ হয়তো কিছু দুষ্ট লোকের সহ্য হয়না যার ধরুন আমার বিরুদ্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। আমি একজন সাধারণ সহজ সরল জীবন যাপনকারী লোক। আমার বিরুদ্বে যারা ফেসবুক বা মৌখিক অপপ্রচারে লিপ্ত রয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমার নিজ এলাকা রাধানগরে বেশ কিছু দিন যাবত একটি কু-চক্রী মহল আমাকে সমাজে হেয় করার জন্য বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরা ধনে জনে বলিয়ান পক্ষান্তরে আমি একজন নিরীহ সহজ সরল লোক। গত ১২ নভেম্বর আমার এলাকার এহসান হোসেন হিরনের পুত্র আশরাফুজ্জামান সোহান(১১) কে আমি নাকি বেধড়ক মারপিট করেছি এই মর্মে ফেসবুক ও অনলাইনে আমার বিরুদ্বে অপপ্রচার চালানো হচ্ছে। এটা সম্পুর্ন বানোয়াট ভিত্তিহীন ষড়যন্ত্র মুলক। আমাকে সমাজে হেয় করার জন্য মিথ্যা নাটক সাজানো হয়েছে। মহান আল্লাহ একজন বিচারের মালিক রয়েছেন। হিরন গংরা কর্তৃক সাজানো নাটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।