নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারে হযরত শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী হাফিয রুহুল আমিন ও ট্রাস্টের প্রকাশনা বিষয়ক সম্পাদক আফছার আহমদ এর পিতার ঈসালে সওয়াব উপলক্ষে খতমে কোরআন শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় শহরের শাহ মোস্তফা মঞ্জিলে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি হাফিয মাওলানা আলাউর রহমান টিপু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সানি এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর সুযোগ্য উত্তরসূরী মাওলানা হাফিয ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী।
এতে উপস্থিত ছিলেন, শাহজালাল ওয়েলফেয়ার ট্রাস্টের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।