আন্তর্জাতিক: তাইওয়ানের পার্লামেন্টে হট্টগোল; শূকরের নাড়িভুঁড়ি ছুড়ে মারলেন বিরোধী দল একটি বিল পাসকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড হয়েছে তাইওয়ানের পার্লামেন্টে। তুমুল হাতাহাতির এক পর্যায়ে ক্ষমতাসীনদের ওপর শূকরের নাড়িভুঁড়ি ছুড়ে মারেন বিরোধী দলের সদস্যরা।
যুক্তরাষ্ট্র থেকে শূকর ও গরু আমদানি নিয়ে তাইওয়ানে উত্তেজনা চলছে কয়েকদিন ধরেই। বিষয়টি নিয়ে শুক্রবার আলোচনা হওয়ার কথা পার্লামেন্টে। কিন্তু, বিতর্ক বন্ধ করার দাবি তোলে বিরোধীরা। একপর্যায়ে প্রধানমন্ত্রী-স্পিকারসহ ক্ষমতাসীনদের দিকে শূকরের নাড়িভুঁড়ি ছুড়ে মারে তারা। পরে দফায় দফায় হাতাহাতি হয় দুই পক্ষের মধ্যে।
জানুয়ারিতে যুক্তরাষ্ট্র থেকে শূকর ও গরু আমদানির দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিকল্পনা করছে তাইওয়ান। বিরোধীদের অভিযোগ, যে মাংস আমদানির অনুমতি দেয়া হয়েছে তাতে বিষাক্ত র্যাক্টোপামিন নামক উপাদান রয়েছে।
Leave a Reply