মৌলভীবাজার প্রতিনিধি : ৪৯তম মহান বিজয় দিবস-২০২০ ইং উপলক্ষ্যে র্যালী ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেছে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব আজ ১৬ ডিসেম্বর সকালে। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ এর নেতৃত্বে র্যালিটি চৌমোহনাস্থ অনলাইন প্রেসক্লাব থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। র্যালি শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর সভাপতি ও বিশিস্ট সমাজসেবক খালেদ চৌধুরী, মৌলভীবাজার অনলাইন প্রেসকা¬বের সভাপতি মো: জাফর ইকবাল, সংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খাঁন, অর্থ সম্পাদক মুকিত ইমরাজ, সহ-সাংগঠনিক চিনু রঞ্জন দাশ তালুকদার, গিয়াস আহমদ, বধরুল আলম চৌধুরী, জাহেদুল ইসলাম পাপ্পু, জোবায়ের আহমদ,সৈয়দ মোয়াজ্জেম হোসেন, শাহ ফজলুর রহমান, নাছরিন আক্তার, মাসুদ আলম চয়ন, মোঃ জাহাঙ্গীর, যাদু মনি ধর, সোহেল আহমদসহ মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
Leave a Reply