জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ সলংগার ধুবিল ইউনিয়নে নই পাড়া গ্রামে প্রবাসী ও নূর সাথী হোমিও হল এর সৌজন্যে অত্র এলাকার অসহায় গরীব দুস্থদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অসহায় কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ গোলাম রাব্বি
বিশেষ অতিথি হিসাবে ছিলেন ডাঃজাকিয়া সুলতানা পলি,চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী রুহুল আমিন,ডাঃরাজু আহমেদ রুবেল,আব্দুল আজিজ, আবু সাঈদ প্রমুখ। বাংলাদেশ অসহায় কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ গোলাম রাব্বি বলেন মানব সেবা বড় ধর্ম যদি হয় সেটা নিঃসার্থ। আপনি আমি যাকে যেভাবেই সাহায্য সহযোগিতা করি সেটা হতে হবে নিঃসার্থ বিনিময় ছাড়া যেটা বিনিময়ে করা হয় সেটা হলো ব্যবসা সাহায্য সহযোগিতা নয়। তাই সবাই কে ভাবতে হবে আজ আমার অবস্থা বা অবস্থান ভালো আছে আগামীকাল সেটা নাও থাকতে পারে তাই আজ আমার অবস্থান থেকে আমাদের অবস্থান থেকে যার যতটুকু সম্ভব অসহায়দের জন্য কাজ করি।
সবাই এতে আপনার আমার আশেপাশের মানুষ ভালো থাকবে দেশের মানুষ ভালো থাকবে দেশ ভালো থাকবে। এবং আপনারা আমাদের প্রতিষ্ঠান বাংলাদেশ অসহায় কল্যাণ ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন এবং সাহায্য সহযোগিতা করবেন।এছাড়াও প্রবাসী ও নূর সাথী হোমিও হল কে ধন্যবাদ ও অভিনন্দন জানাই এই শীতে অসহায়দের পাশে দাড়ানোর জন্য তাদের সহযোগিতা করার জন্য।সবাই আমার জন্য দোয়া করবেন। ডাঃজাকিয়া সুলতানা পলি বলেন সবাই কে সবার জায়গা হতে সহযোগিতা করতে হবে তাহলেই সবাই ভালো থাকবে। ধন্যবাদ প্রবাসী ও নূর সাথী হোমিও হলকে।চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী রুহুল আমিন বলেন আমি আমার ব্যক্তিগত ও আমার ইউনিয়ন বাসির পক্ষ হতে প্রবাসী ও নূর সাথী হোমিও হলকে ধন্যবাদ দিচ্ছি এই শীতে শীত বস্ত দেওয়ার জন্য এবং আগামী নির্বাচনে আমি ধুবিল ইউনিয়ন হতে চেয়ারম্যান পদপ্রার্থী আমাকে সবাই দোয়া ও সমর্থন করবেন । নূর সাথী হোমিও হলের পরিচালক ডাঃরাজু আহমেদ রুবেল বলেন আমি প্রবাসী ভাইদের সাহায্য সহযোগিতা ও আমার ব্যক্তি গত ভাবে এ শীত বস্তু বিতরণ করলাম সবাই আমার জন্য দোয়া করবেন এবং সাথে থাকবেন।
Leave a Reply