কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কুলাউড়ায় জাতীয় সমাজসেবা দিবসে ১২ অসহায় প্রতিবন্ধী পেল হুইল চেয়ার। কুলাউড়া উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে ২ জানুয়ারী বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে হুইল চেয়ারগুলো বিতরণ করা হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার মোঃ ইব্রাহীমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার আব্দুল মুমিন, প্রাণী সম্পদ অফিসার গোলাম মোঃ মেহেদী, সাংবাদিক মিন্টু দেশোয়ারা, কল্যাণ প্রসূন চম্পু, সমাজকর্মী খায়রুল আলম কয়ছর প্রমুখ।
এ সময় সকারের পক্ষ থেকে উপজেলার ১২ প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়।
Leave a Reply