অগ্রযাত্রা সংবাদঃ বন্ধন প্রবাসী কল্যান সংগঠনের সহায়তা অব্যাহত রয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অসহায় হত দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সংগঠনটি। বিভিন্ন সহায়তার ধারাবাহীকতায় বন্ধন প্রবাসী কল্যান সংগঠনের কুয়েত শাখার সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিতের মাধ্যমে মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজুড়া এলাকায় চিকিৎসার জন্য একজন দরিদ্র মহিলার পাশে এগিয়ে আসে বন্ধন প্রবাসী কল্যান সংগঠন। জানা যায়, বর্ষিজোড়া এলাকার মকবুল মিয়ার স্ত্রী নেহার বেগম কিছু দিন পূর্বে হাত ভেঙে যায়। এই মহিলার চিকিৎসার জন্য সংগঠনের পক্ষ থেকে আব্দুল মুকিতের মাধ্য আজ ১৩ জানুয়ারী নগদ অর্থ তুলে দেওয়া হয়।
বন্ধন প্রবাসী কল্যান সংগঠন( BPKS) এর চেয়ারম্যান নূরুল আমিন বখশ জানান, আমাদের মানবকল্যাণ মুলক কাজ গুলা অব্যাহত রয়েছে। আমার সংগঠনের প্রবাসী ভাইদের সহযোগীতায় এসব কাজ করা সম্বব হচ্ছে। আমরা আরো ভাল সেবা নিয়ে আসছি হতদরিদ্র মানুষের জন্য। সবাই দোয়া করবেন।
Leave a Reply